দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলিতে নির্মিত ৩৮ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ের নিজস্ব তিন তলা ভবন। আধুনিক প্রযুক্তি নির্ভর কম্পিউটার ল্যাব, সুসজ্জিত বিত্জ্ঞাপন ও তিনশত বই সম্বলিত একটি পাঠাগার।
২০০৫ইং সনে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বিদ্যালয়টির যাত্রা শুরু এবং ২০০৭ইং সন থেকে ৭০০ জন শিক্ষার্থী নিয়ে একাদেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিদ্যালইয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রি-প্রাইমারীসহ ১২৮৭ জন। প্রতিবছর সকল পাবলিক পরীক্ষায় ১০০% পাশের সফলতা অব্যাহত রেখেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ বিদ্যালয়টি দক্ষ পরিচালনা পর্ষদ, বিদ্যালয় প্রশাসন এবং ছাত্র-শিক্ষক-অভিভাবক এ ত্রিপক্ষীয় সহযোগিতার এ সুম্পর্কের সম্বয়ের মাধ্যমে অচিরেই দেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। বিদ্যালয়টি ২০১০ সালে ISO সনদ প্রাপ্ত হয়। আমি এ বিদ্যালয়ের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।
সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত।
ভাল
শিক্ষা বৃত্তির তথ্য
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি | ||
২০০৭ইং সনে ৫ জন | ২০০৭ইং সনে ৩ জন | |||
২০০৮ইং সনে ৭ জন | ২০০৮ইং সনে ১ জন | |||
২০০৯ইং সনে ৯ জন | ||||
২০১০ইং সনে ১২ জন | ২০১০ইং সনে ১জন | ২০১০ইং সনে ১জন |
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাঃ বিদ্যালয়টি যাত্রার শুরু থেকে বর্ত্মান পর্যন্ত প্রতি বছরই সকল পাবলিক পরিক্ষায় ১০০% সাফল্য অর্জন করেছে। ৫ম, ৮ম ও মাধ্যমিক শ্রেণীর বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তিসহ সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তির ধারাবাহিকতা ধরে রেখেছে।
এস এস সিঃ এস এস সি পরিক্ষায় অত্র প্রতিষ্ঠান প্রথম বছর থেকে গোল্ডেন A+ সহ ১০০% সফলতা অর্জনের হার ধরে রেখেছে।
উচ্চ মাধ্যমিক কলেজ করার পরিকল্পনা রয়েছে।
রোড#১০, প্রট# ২৩, দক্ষিণ বারিধারা আ/এ, (রাজউক প্রজেক্ট), গুলশান, বাড্ডা, ঢাকা-১২১২।
ফোনঃ ৮৮৫৩৬৮২, ৮৮৩৬৮৪৭।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস