তাল গাছ বজ্রপাত নিরোধ করতে সাহয্য করে
অধিক সংখ্যক তাল গাছ রোপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন প্রদান করেছেন।
উক্ত অনুশাসন বাস্তবায়নের জন্য ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকাআওতাধীন ইউনিয়ন সমুহতে তালগাছের চারা রোপন করার জন্য অনুরোধ করা হলো
এলক্ষ্যে (কৃষি কর্মকতা তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা) এর সাথে সমন্বয় করে তালগাছ রোপন করতে বলা হলো
আসুন আমরা সকলে মিলে এ মহতী কর্মপরিকল্পণা বাস্তবায়ন করি।
শুভেচ্ছান্তে,
শাহনাজ সুলতান
সার্কেল অফিসার
তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস