তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকায় ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
গ ত-৩০, জুলাই-২০১৭ ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেল আওতাধীন ইউপি সমূহের এলাকায় ইমাম ও মুয়াজ্জিনদের জন্য অনুষ্ঠিত হয়েছে ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
উক্ত ইমাম বাতায়ন প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্ভোধন করেন তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকার সার্কেল অফিসার ও সিনিয়ার সহকারী সচিব শাহনাজ সুলতানা
তিনি বলেন সমাজের কোন অংশকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ সম্ভব নয়। তাই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগনদের ডিজিটাল বাংলাদেশের সাথে কানেক্ট করতে প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা আয়োজন করেছেন ইমাম ও মুয়াজ্জিনগনের { ইমাম বাতায়ন } প্রশিক্ষন কর্মশালা এর ফলে সমাজে বিশেষ গুরুত্বপুণ ভুমিকা পালন করায় ইমাম ও মুয়াজ্জিনরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা ও সম্যক জ্ঞান লাভ করবেন এবং সামাজিক জীবনে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সক্ষম হবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক একাউন্ট খুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কিত লেখাও জমা দিতে পারবেন।
ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেল আওতাধীন ১৬ টি ইউপি সমূহের এলাকায় ইমাম ও মুয়াজ্জিনদের ইমাম-মুয়াজ্জিনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে সার্কেল অফিসার ছাড়াও দনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বক্তব্য দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS