Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


তেজগাঁও সার্কেলের থানা সমূহ

লালবাগ থানা:

লালবাগ থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি ও এসি লালবাগ জোন।

 

অবস্থান

শহীদ নগর কমিউনিটি সেন্টার, ঢাকা।

 

 

লালবাগ থানার ফাঁড়িগুলো

 

লালবাগ থানায় মোট ৩টি পুলিশ ফাঁড়ি আছে।

ফাঁড়ির নাম

ঠিকানা

লালবাগ পুলিশ ফাঁড়ি

৯২, ওয়াটার ওয়ার্কস রোড, ঢাকা

নয়াসড়ক ফাঁড়ি

১৪/১৫, জিন্দাবাহার লেন, ঢাকা

কায়েতটুলী পুলিশ ফাঁড়ি

৫০, আগামাসি লেন, ঢাকা

 

 

থানার সাধারণ কার্যক্রম

 

যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র‍্যাংকের কর্মকর্তা। থানায় একই র‍্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।

 

 

থানার সীমানা

 

নীলক্ষেত মোড় থেকে পশ্চিমে পিলখানার দিকে চলে যাওয়া সড়কটি লালবাগ থানার উত্তর সীমানা, পশ্চিমে হাজারীবাগ থানা, দক্ষিণে কামরাঙ্গীরচর থানা। পুরাতন বুড়িগঙ্গা নদীটি কামরাঙ্গীরচর এবং লালবাগ থানার মধ্যবর্তী সীমানা। পূর্বে চকবাজার এবং শাহবাগ থানা।

 

 

লালবাগ বিভাগ

 

প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। লালবাগ বিভাগের জোন দু’টি একটি লালবাগ অন্যটি কোতোয়ালী। লালবাগ ও কোতোয়ালীর এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।

 

যোগাযোগের ফোন নম্বর

কর্মকর্তা

ফোন নম্বর

ডিসি

০১৭১৩-৩৭৩১২৯

এডিসি

০১৭১৩-৩৭৩১৩০

এসি (কোতয়ালী জোন)

০১৭১৩-৩৭৩১৩২

এসি (লালবাগ জোন)

০১৭১৩-৩৯৮৩৫০

 

 

ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন

 

  • ডিসি অফিস: বংশাল সিগনাল থেকে পূর্ব দিকে ১৫০ গজ ভিতরে রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত। মানসী সিনেমা হলের পশ্চিম পাশে অবস্থিত।
  • এসি লালবাগ জোনের অফিসটি চকবাজার থানায় আলাদা ভবনে অবস্থিত।
  • এসি কোতোয়ালী জোনের অফিস কোতোয়ালী থানার ২য় তলায়।
  • এসি পেট্রোল এর অফিস কোতোয়ালী থানায় এবং এসি প্রশাসন এর অফিস লালবাগ ডিসি অফিসেই।

 

 

লালবাগ থানায় যোগাযোগের ফোন নম্বর

 

কর্মকর্তা

ফোন নম্বর

অফিসার ইনচার্জ

০১৭১৩৩৭৩১৩৪

অপারেশনস অফিসার

০১১৯১০০২২৬৬

ডিউটি অফিসার

০১১৯৯-৮৮৩৭২১

ল্যান্ড ফোন

৯৬৬০১০৫

 

 

বিট অনুসারে থানা এলাকা

 

লালবাগ এলাকায় মোট ৬ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:

বিট নং

আওতাভুক্ত এলাকা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর

আফজাল টাওয়ার, রাজ নারায়ণ ধর রোড (শহিদ নগর), হাজী আব্দুল মালেক  ভবন, এসএম পাইপ কারখানা বেড়িবাঁধ রোড, লালাবাগ থানা এলাকাসমূহ।

এসআই- ০১৭১৬০১২১২০

এএসআই- ০১৯২৪১০১৮৬৫

এএসাই- ০১৭২৫০৭৯৩৯১

আমলিগোলা, বেড়িবাঁধ, জগন্নাথ সাহা লেন, জমিলা খাতুন হাইস্কুল, রাজশ্রী নাথ লেন, আয়েশা খান লেন, লালবাগ কেল্লা, লালবাগ শাহী মসজিদ এলাকাসমূহ।

এসআই- ০১৭১৮৭৭৬০৭৩

এএসআই- ০১৭১২৯৬৭৯০৮

এএসআই- ০১৯১১৬৬৭৮৪৮

শেখ সাহেব বাজার, খান মোঃ মসজিদ, রহমাতুল্লাহ হাইস্কুল, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, হাজী গনি সর্দার কমিউনিটি সেন্টার, চাঁনতারা মসজিদ, ঢাকেশ্বরী রোড জামে মসজিদ এলাকাসমূহ।

এসআই- ০১৭১৬১১২০৮১

এএসআই- ০১৭১৬৩৫৩৫৮৩

এএসআই- ০১৯১৩২২৭০২৯

নবাবগঞ্জ ফাঁড়ী, সেকশন নবাবগঞ্জ লেন, নবাবগঞ্জ বাজার, কাশ্মিরীটোলা, আঃ আজিজ লেন, হোসেন উদ্দিন খান লেন, টুরি আঙ্গুল লেন, বেড়িবাঁধ এলাকাসমূহ।

এসআই- ০১৯২৫০০৯০১১

এসআই- ০১৯২৪৪৭৭৪৪৫

এএসআই-০১৭১০৮১২৪২৯

এএসআই-০১৭২১০৯৫৮৬৮

ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজ, আজিমপুর গভঃ স্টাফ কোয়ার্টার, আজিমপুর গালস স্কুল, বেবী আইসক্রীম মোড়, পলাশী মোড়, পলাশী বাজার, ১১ তলা ভবন, আজিমপুর মেটার্নিটি হাসপাতাল, ছাপড়া মসজিদ, ন্যাশনাল পপুলেশন রিসোর্স ইনঃ এলাকাসমূহ।

টএসআই- ০১৯১২০৩০৪০০

এসআই- ০১৯১৩৭২৪১২৮

এএসআই- ০১৭১৬৭৪৩৩২৩

এএসআই- ০১৯২১৩৯৩১১৭

ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত বাস স্ট্যান্ড, নীলক্ষেত সিএনজি পাম্প, নীলক্ষেত পেট্রোল পাম্প, নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর গভঃ স্টাফ কোয়ার্টার, অগ্রণী স্কুল এন্ড কলেজ, আজিমপুর কবরস্থান, আজিমপুর পুরাতন পল্টন লেন, আজিমপুর সুপার মার্কেট এলাকাসমূহ।

এসআই-  ০১৭১২০৮৪৪৬৬

এসআই- ০১৭২৫৯৯৩৩৫৪

এএসআই- ০১৯১৫৭৮৯৪২২

এএসআই- ০১৯১২৪৭৬৩১২

 

শ্যামপুর থানা

শ্যামপুর থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি ওয়ারী জোন।shampur thana, online dhaka guide

 

ঠিকানা

৩৮/এ, পোস্তগোলা, শি/এ, ঢাকা।

 

 

শ্যামপুর থানার লোকেশন

 

যাত্রবাড়ী হতে পোস্তগোলা ব্রীজ যেতে হবে। ব্রীজ এর সাথে ডানের রাস্তা ধরে ৫০ গজ এগোলে ব্রীজের পাশেই পাওয়া যাবে থানাটি।

 

 

শ্যামপুর থানার ফাঁড়িগুলো

 

শ্যামপুর থানায় ১টি পুলিশ ফাঁড়ি আছে।

ফাঁড়ির নামঠিকানা

পোস্তগোলা পুলিশ ফাঁড়ি

নিউ ঢাকা কটন মিল, ঢাকা

 

 

থানার সাধারণ কার্যক্রম

 

যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র‍্যাংকের কর্মকর্তা। থানায় একই র‍্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারেরই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।

 

থানার সীমানা

 

শ্যামপুর থানার দক্ষিণ-পশ্চিম  বুড়িগঙ্গা নদী। উত্তরে গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী থানা। মির হাজীরবাগ এলাকা দিয়ে চলে যাওয়া রেললাইনটির পূর্বে শ্যামপুর থানা আর পশ্চিমে গেন্ডারিয়া থানা। শ্যামপুর থানার উত্তর, পূর্ব এবং দক্ষিণ তিনটি সীমানাই বেশ এঁকেবেঁকে গেছে। পূর্বে ঢাকা শহরের সীমা আর দক্ষিণে কদমতলী থানা।

 

 

ওয়ারী বিভাগ

 

প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। ওয়ারী বিভাগের জোন দু’টি একটি ওয়ারী অন্যটি ডেমরা। ওয়ারী ও ডেমরার এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।

 

যোগাযোগের ফোন নম্বর

কর্মকর্তা

ফোন নম্বর

ডিসি

০১৭১৩৩৭৩১৩৮

এডিসি

০১৭১৩৩৭৩১৩৯

এসি (ডেমরা জোন)

০১৭১৩৩৭৩১৪১

এসি (ওয়ারী জোন)

০১৭১৩৩৯৮৩৪০

 

shampur thana, online dhaka guide

ডিসি অফিসের ঠিকানা

 

৩/১, হাটখোলা রোড, ঢাকা।

 

ওয়ারী ডিসি ও এসি অফিসের লোকেশন

 

টিকাটুলি থেকে হাটখোলা যাওয়ার পথে রাজধানী মার্কেটের পশ্চিম পাশে ডিসি ওয়ারীর অফিসটি অবস্থিত। এসি ওয়ারী জোনের অফিস সূত্রাপুর থানার ২য় তলায়।

 

 

শ্যামপুর থানায় যোগাযোগের ফোন নম্বর:

 

কর্মকর্তা

ফোন নম্বর

অফিসার ইনচার্জ

০১৭১৩৩৭৩১৪৫

অপারেশনস অফিসার

০১১৯১০০৩৩২২

ডিউটি অফিসার

০১১৯৯৮৮৩৭৩০

ল্যান্ড ফোন

৭৪৪০৬৯১

 

 

বিট অনুসারে থানার এলাকা

 

শ্যামপুর থানাকে মোট ১০ টি বিটে ভাগ করা হয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:

বিট নং

আওতাভুক্ত এলাকা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর

ক) ধোলাইপাড় হাই স্কুল গলি, খ) যুক্তিবাদীর গলি, গ) প্রেস গলি, ঘ) সাবান ফ্যাক্টরীর গলি, ঙ) ডিপট্রি গলি, চ) গীত সঙ্গীত সিনেমা হল, ছ) আপন নিবাস ধোলাইর পাড়, জ) সিএনজি পেট্রোল পাম্প,  ঝ) নাভানা পেট্রোল পাম্প। 

এসআই- ০১৭৫৯২২০০৪৫

এএসআই-০১৭৫৯২২০০৪৬

ক) শাহাদাৎ হোসেন রোড, খ) জাকির হোসেন রোড, গ) খন্দকার রোড, ঘ) মাজারগলি, ঙ) সালাউদ্দিন পেট্রোল পাম্প, চ) জুরাইন পেট্রোল পাম্প, ছ)  জুরাইন পেট্রোল পাম্প।

এসআই- ০১৭৫৯২২০০৪৭

এএসআই-০১৭৫৯-২২০০৪৮

ক) মীরহাজীর বাগ পাইপরাস্তা চৌরাস্তা, খ) মীরহাজীরবাগ চৌরাস্তা হইতে ধোলাইরপাড় উচ্চ বিদ্যালয় গলি ও আশপাশ এলাকা।

এসআই- ০১৭৫৯২২০০৪৯

এএসআই-০১৭৫৯২২০০৫০

ক) জুরাইন রেলক্রসিং হইতে ঘুন্টিঘর পর্যন্ত রাস্তার দুইপাশ বস্তি এলাকা, খ) গেন্ডারিয়া রেলস্টেশন, গ) জুরাইন কাঁচা বাজার, ঘ) ঘুন্টিঘর একতা ক্লাব, ঙ) মুন্সীবাড়ী এলাকা।

এসআই- ০১৭৫৯২২০০৫১

এএসআই-০১৭৫৯২২০০৫২

ক) ডিআইটি প্লট শিল্প এলাকা পোস্তগোলা, খ) জুরাইন বালুর মাঠ ও কানার মাঠ, গ) আদদ্বীন হাসপাতাল এলাকা, ঘ) পশ্চিম জুরাইন তুল

বাগিচা হইতে শিয়া কবরস্থান পর্যন্ত।

এসআই- ০১৭৫৯২২০০৫৩

এএসআই-০১৭৫৯২২০০৫৪

ক) পোস্তগোলা ফায়ার সার্ভিস ও ক্যান্টনম্যান্ট আশপাশ, খ) আয়রন মার্কেট, গ) আর কে ম্যাচ ফ্যাক্টরী, ঘ) পোস্তগোলা বিদ্যুৎ অফিস, ঙ) পোস্তগোলা বটতলা বাজার, চ) বাজার গলি, ছ) শ্মশানঘাট ও ভরসা ম্যাচ ফ্যাক্টরীর এলাকা।

এসআই- ০১৭৫৯২২০০৫৫

এএসআই-০১৭৫৯২২০০৫৬

ক) ঢাকা কটন মিল, খ) নওজোয়াল ক্লাব হইতে জুরাইন কবরস্থান, গ) কুলিবাগান, ঘ) করিমুল্লারবাগ, ঙ) ইষ্টার্ন হাউজিং এর দুই পাশ।

এসআই- ০১৭৫৯২২০০৫৭

এএসআই-০১৭৫৯২২০০৫৮

ক) আরসিন গেইট আবাসিক এলাকা, খ) বুড়ীগঙ্গা নদীপাড় এলাকা, গ) নবীন চন্দ্র গোস্বামী রোড, ঘ) গোসাইবাড়ী রোড, লালমোহন পোদ্দার লেন।

এসআই- ০১৭৫৯২২০০৫৯

এএসআই-০১৭৫৯২২০০৬০

ক) আইজি গেইট বাংলাদেশ ব্যাংক কলোনী, খ) মিতালী স্কুল গলি, গ) ঢালকানগর, ঘ) নাসির খানের গলি, ঙ) শহীদনগর, চ) নেছারিয়া মাদ্রাসাগলি।

এসআই- ০১৭৫৯২২০০৬১

এএসআই-০১৭৫৯২২০০৬২

১০

ক) ফরিদাবাদ, খ) বাহাদুরপুর লেন গ) গ্লাস ফ্যাক্টরীর গলি, ঘ) বৈশাখী হাউজিং ঙ) গেন্ডারিয়া ডিআইটি প্লট ও পুকুরপাড় এলাকা।

এসআই- ০১৭৫৯২২০০৬৩

এএসআই-০১৭৫৯২২০০৬৪

ডেমরা থানা

ডেমরা থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের আওতাভুক্ত। অর্থাৎ এই থানার তদারকি কর্মকর্তা হচ্ছেন ডিসি ওয়ারী জোন এবং এসি ডেমরা জোন।

 

ঠিকানা

আহম্মেদ বাওয়ানী টেক্সটাইল মিল, ডেমরা, ঢাকা।

 

 

লোকেশন

 

যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতুতে উঠার আগে হাতের বামে নামতে হবে। এখানকার বাওয়ানী জুট মিল গেট হতে ১২০ গজ ভিতরে সোজ রাস্তার বাম পাশে অবস্থিত।

 

 

ডেমরা থানার ফাঁড়িগুলো

 

ডেমরা থানায় মোট ২টি পুলিশ ফাঁড়ি আছে।

ফাঁড়ির নামঠিকানা

কোণাপাড়া পুলিশ ফাঁড়ি

কোণাপাড়া, ঢাকা

ডেমরা পুলিশ ফাঁড়ি

সারুলিয়া, ডেমরা

 

 

থানার সাধারণ কার্যক্রম

 

যেকোন থানার সার্বিক দায়িত্বে থাকেন ওসি (অফিসার ইন চার্জ)। তিনি একজন ইন্সপেক্টর র‍্যাংকের কর্মকর্তা। থানায় একই র‍্যাংকের আরও কর্মকর্তা থাকেন। তাঁদের বলা হয় ইন্সপেক্টর তদন্ত বা ইন্সপেক্টর ইনভেষ্টিগেশন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যাঁরা তদন্ত করেন তাঁরা ইন্সপেক্টর তদন্তের অধীনে কাজ করেন। থানার সাব-ইন্সপেক্টরদের মধ্যে যিনি সিনিয়র তাকে বলা হয় অপারেশন অফিসার (বাইরের জেলা সমূহে অপারেশন অফিসারের পরিবর্তে সেকেন্ড অফিসার বলা হয়) একজন সাব-ইন্সপেক্টর পালাক্রমে আট ঘন্টা দায়িত্ব পালন করেন। একটি থানার সব সাব-ইন্সপেক্টরই পালাক্রমে ডিউটি অফিসার হিসেবে কাজ করেন। আপনি কোন কারণে থানায় ফোন করলে ডিউটি অফিসারই ফোন রিসিভ করার সম্ভাবনা বেশি। মামলা নেয়া, জিডি রেকর্ড করা, জরুরী ঘটনায় ফোর্স পাঠানো ও ঊর্ধ্বতনদের জানানো, ইত্যাদি কাজ ডিউটি অফিসাররাই করে থাকেন।

 

 

থানার সীমানা

 

ডেমরা থানার উত্তরে সবুজবাগ থানা, পশ্চিমে যাত্রাবাড়ী থানা এবং দক্ষিণে শ্যামপুর থানা। ডেমরা থানার পূর্বে সীমানা হচ্ছে ঢাকা মহানগরীর পূর্বী সীমানা।

 

 

ওয়ারী বিভাগ

 

প্রতিটি বিভাগের সার্বিক দায়িত্বে থাকেন একজন ডিসি আর তাঁকে সাহায্য করেন চারজন এসি। আবার এসিকে সাহায্য করার জন্য একজন করে এডিসি থাকেন। এসি অফিসে এসির কক্ষের পাশেই এডিসির কক্ষ থাকে। ওয়ারী বিভাগের জোন দু’টি একটি ওয়ারী অন্যটি ডেমরা। ওয়ারী ও ডেমরার এসি ছাড়াও পেট্রোল ও প্রশাসনের জন্য একজন করে এসি আছেন।

 

যোগাযোগের ফোন নম্বর

কর্মকর্তা

ফোন নম্বর

ডিসি

০১৭১৩৩৭৩১৩৮

এডিসি

০১৭১৩৩৭৩১৩৯

এসি (ডেমরা জোন)

০১৭১৩৩৭৩১৪১

এসি (ওয়ারী জোন)

০১৭১৩৩৯৮৩৪০

 

 

ডিসি ও এসি অফিসের ঠিকানা এবং লোকেশন

 

  • ডিসি অফিস: ৩/১, হাটখোলা রোড, ঢাকা। টিকাটুলি থেকে হাটখোলা যাওয়ার পথে রাজধানী মার্কেটের পশ্চিম পাশে ডিসি ওয়ারীর অফিসটি অবস্থিত।
  • এসি পেট্রোল এবং এসি প্রশাসন এর অফিসগুলো ওয়ারী ডিসি অফিসেই।

 

 

ডেমরা থানায় যোগাযোগের ফোন নম্বর

 

কর্মকর্তা

ফোন নম্বর

অফিসার ইনচার্জ

০১৭১৩৩৭৩১৪৪

অপারেশনস অফিসার

০১১৯১০০৩৩১১

ডিউটি অফিসার

০১১৯৯৮৮৩৭২৭

ল্যান্ড ফোন

৭৫০১১৫৫

 

 

বিট অনুসারে থানার এলাকা

 

ডেমরা এলাকায় মোট ১০ টি বিট রয়েছে। বিট এলাকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর:

বিট নং

আওতাভুক্ত এলাকা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোন নম্বর

৫ ও ৬ নং ওয়ার্ল্ড ডেমরা ইউপি, ঠুলঠুলিয়া, কায়েতপাড়া, ধীৎপুর, নলছাটা, তাম্বুরবাদ, খলাপাড়া, কাচারীঘাট ও বাউলের বাজার।

এসআই-

০১৭৫৯২২০১০৬

এএসআই-

০১৭৫৯২২০১০৭

১ ও ২ নং ওয়ার্ল্ড ডেমরা ইউপি, কামারগোপ, খলাপাড়া, নামাপাড়া, ডেমরা বাজার, মালা মার্কেট, বাওয়ানী নগর মিল এলাকা ও ষ্টাফ কোয়ার্টার।

এসআই-

০১৭৫৯২২০১০৮

এএসআই-০১৭৫৯২২০১০৯

৭ নং ওয়ার্ল্ড, সারুলিয়া ইউপি, ৬নং মাতুয়াইল ইউপিঃ বামৈল, বামৈল পূর্বপাড়া, বাশেরপুল ও পাড়া ডগাইর নতুন পাড়া, পাইটি, দেইল্লা, শূণ্যা টেংরা, বাইকদিয়া।

এসআই-

০১৭৫৯২২০১১০

এএসআই-০১৭৫৯২২০১১১

৫ ও ৭ ওয়ার্ল্ড মাতুয়াইল ইউপি, আংশিক, ধামিকপাড়া, মুরগীর ফার্ম মুসলিম নগর, মোঘল নগর, বাদশা মিয়া রোড, আল-আমিন রোড, শাহজালাল রোড ও শান্তিবাগ।

এসআই-

০১৭৫৯২২০১১২

এএসআই-০১৭১৬৬৮০৮৮৬

এএসআই-

০১৭৫৯২২০১১৩

৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড, সারুলিয়া ইউপি, পশ্চিম সানারপাড়, নয়াপাড়া, কোদালদোয়া, বড়ভাঙ্গা, ডগাইর পশ্চিমপাড়া, ডগাইর উত্তর নতুনপাড়া, ডগাইর পুরাতন পাড়া, ইসলাম বাগ ও হিজল তলা।

এসআই-

০১৭৫৯২২০১১৪

এএসআই-০১৭৫৯২২০১১৫

৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ড, সারুলিয়া ইউপিঃ পূর্বহাজী নগর, পশ্চিম হাজী নগর, পশ্চিম টেংরা, রসূলপুর, পূর্ববক্সনগর, পশ্চিম বক্সনগর, অন্ধপট্টি, রূপনগর, টেংরা বাহির টেংরা ও নিজুমবাগ।

এসআই-

০১৭৫৯২২০১১৬

এএসআই-০১৭৫৯২২০১১৭

এএসআই-০১৭১৮৮৫১৫১২

১ ও ২ নং ওয়ার্ড, সারুলিয়া ইউপিঃ সারুলিয়া, টেংরা, করিম জুট মিলস্, ডেমরা ঘাট, সান্দিরা বালু ঘাট, রানীমহল, শুকুরশী, তিতাস কলোনী ও বাখরাবাদ এলাকা।

এসআই- ০১৭৫৯২২০১২০

এএসআই-০১৭৫৯২২০১২১

৪,৭ ও ৮ নং ওয়ার্ড ডেমরা ইউপি, নড়াইবাগ, মীরপাড়া, রাজাখালী, আমুলিয়া, মেন্দিপুর, দূর্গাপুর, বেপারীপাড়া, খানপাড়া, আমান মার্কেট ও মোগলপাড়া।

এসআই- ০১৭৫৯২২০১১৮

এএসআই-০১৭৫৯২২০১১৯

এএসআই-০১৭১৯৮১০১০৭