পার্ক
সকাল দুপুর রাত অফিস আর বাসা এভাবেই কেটে যায় অধিকাংশ ঢাকাবাসীর ২৪ ঘন্টা, ৭ দিন কিংবা ৩৬৫ দিন। এই একঘেঁয়ে জীবন থেকে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বা মনের খোরাক জোগাড় করতে সকলেই চায় অন্তত সপ্তাহে একদিন নিকট দূরের কোন পার্ক থেকে প্রিয়জন বা পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে।
ফ্যান্টাসী কিংডম | নন্দন পার্ক |
জাতীয় চিড়িয়াখানা | ধানমন্ডি লেক |
জাদুঘর
অতীত ঐতিহ্য জানার উপযুক্ত জায়গা জাদুঘর। ঢাকা শহরে ইতিহাস ৪০০ বছরের। ক্রমবর্ধমান ঢাকা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গর্বের অনেক কিছু। এসব হারিয়ে যাওয়া ঐতিহ্য পরবর্তীকালে ঠাঁই পাচ্ছে জাদুঘরে। ঢাকা শহরে জাতীয় জাদুঘর সহ মোট ১৫ টি জাদুঘর রয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর | মুক্তিযুদ্ধ জাদুঘর |
লালবাগ কেল্লা | জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর |
ঐতিহাসিক স্থাপনা
ভ্রমন, বেড়ানো নিঃসন্দেহে একটি বিনোদনমূলক কাজ। আর স্থানটি যদি হয় কোন ঐতিহাসিক স্থাপনা তবে সে ভ্রমন একদিকে যেমন ভ্রমনের আনন্দকে বাড়িয়ে তোলে অন্যদিকে জ্ঞান বিকাশেরও মুখ্য ভূমিকা পালন করে। ঢাকার মধ্যেই রয়েছে এরকম বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। এগুলোর বেশীর ভাগই মুঘল আমলে নির্মিত। লালবাগ কেল্লা, ছোট কাটারা, বড় কাটারা, আহসান মঞ্জিল, শাহী মসজিদ, তারা মসজিদ, সাত মসজিদ ও ঢাকা গেইট ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। মসজিদগুলো ধর্ম মন্ত্রণালয় এবং বাকি স্থাপনাগুলো সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রীত।
হোসেনী দালান | আহসান মঞ্জিল |
বড় কাটরা | রূপলাল হাউস |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS