ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে পণ্য প্রেরণের জন্য কিছুদিন আগ পর্যন্ত প্রায় সবাই রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন পণ্য এবং চিঠিপত্র পরিবহনের জন্য দেশী-বিদেশী বিভিন্ন পরিবহন সংস্থা ও কুরিয়ার সার্ভিস কাজ করছে।
ডিএইচএল এবং ফেডারেল এক্সপ্রেসের মত আন্তর্জাতিক কুরিয়ারগুলো ঢাকা বা চট্টগ্রাম থেকে কেবল দেশের বাইরে পণ্য এবং চিঠিপত্র পৌঁছে দেয়। দেশের ভেতরে পণ্য পৌঁছানোর ব্যবস্থা তাদের নেই। আবার দেশী কিছু পরিবহন সংস্থা আছে যারা কেবল পণ্য পরিবহনের কাজ করে, চিঠিপত্র নয়। আবার সব পরিবহন সংস্থা দেশের সব জায়গায় পণ্য পোঁছানোর কাজ করে না।
এরকম ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশে পণ্য ও চিঠিপত্র পৌঁছানোর নিয়মকানুন, খরচ, অফিসের ঠিকানা, কোন প্রতিষ্ঠান কোথায় পণ্য পোঁছানোর কাজ করে ইত্যাদি তথ্য থাকছে এখানে।
ট্রান্সপোর্ট এজেন্সী
দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীগণ ঢাকার মৌলভীবাজার, চকবাজার, ইসলামপুর, বাবুবাজার ও অন্যান্য এলাকা থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে থাকেন। তাদের এসকল ব্যবসায়ী পণ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে চাঁনখারপুল, নয়াবাজার, বাবুবাজার, বংশাল, বড় কাটরা, ছোট কাটরা এলাকায় রয়েছে অসংখ্য ট্রান্সপোর্ট এজেন্সী। এসকল এজেন্সীগুলো ব্যবসায়ীক পণ্যের পাশাপাশি অন্যান্য মালামালও পরিবহন করে থাকে।
পণ্য পাঠানোর প্রক্রিয়া
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS