তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকা জেলার দোলাইপাড় এ প্রায় চার একর জমির উপর অবস্থিত । বাংলাদেশের এক মাত্র প্রশাসনিক সার্কেল তেজগাঁও উন্নয়ন সার্কেল । ঢাকা মহানগরি ঘিরে ১৭টি ইউনিয়নের প্রশাসনিক প্রান কেন্দ্র এই তেজগাঁও উন্নয়ন সার্কেল তার সকল ইউনিয়নের যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন সহ অনান্য সকল কর্মকান্ড তদারকি এবং পরিচালনা করে।
তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রধান হলেন সার্কেল অফিসার যিনি সার্কেলের আওতাধীন সকল কার্যাক্রম তদারকি করেন । বর্তমান সার্কেল অফিসার হলেন জনাব শাকিল আহমেদ, সার্কেল অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট । মহানগর সংলগ্ন ১৭টি ইউনিয়ন গুলো হলঃ-
অত্র কার্যালয় হতে ঢাকা মহানরের এই ১৭টি ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডসহ মহানগরীর ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সমম্বয় করা হয় । বর্তমান অত্র কমপ্লেক্স অবস্থিত অন্যান্য দপ্তরগুলো হলোঃ
**** মেট্রো পলিটন কৃষি অফিসারের কার্যালয় ।
**** প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার কার্যালয়।
*** থানা প্রানী সম্পদ কর্মকর্তা কার্যালয় (মেট্রো) ।
**** উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় ।
**** উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ।
**** থানা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় ।
**** ডেমরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় ।
**** পরিবার পরিকল্পনা ক্লিনিক ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS