লালবাগ কেল্লা মসজিদ
শায়েস্তা খাঁর নির্মিত লালবাগ দুর্গের পশ্চিম পাশ্র্বে ১৬৪৯ সালে এ মসজিদটি নির্মাণ করা হয়। ধারণা করা হয় যে দুর্গের ভেতর প্রথম কোনো স্থাপনা হিসেবে এ মসজিদটিই বানানো হয়েছিল এবং এ মসজিদের নির্মাণরীতিতে মুঘল স্থাপত্য রীতির প্রথম বড় ধরনের প্রয়োগ ঘটে। আয়তাকার এ মসজিদকে আড়াআড়িভাবে নির্মিত খিলানের সাহায্যে ৩টি 'বে'তে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় 'বে'টি সবচেয়ে বড়। পুরো ইমারতটি পলেস্তারায় আচ্ছাদিত এবং পূর্ব দিকের সম্মুখভাগ ছোট ছোট খোপে বিভক্ত। চারকোণে সংলগ্ন পার্শ্ববুরুজগুলো ক্রমহ্রাসমান এবং এগুলোতে রয়েছে সমদূরত্বে স্থাপিত সমান্তরাল ব্যান্ড নকশা।
লালবাগ শাহী মসজিদ
লালবাগ শাহী মসজিদ ঢাকার লালবাগ কেল্লার সন্নিহিত স্থানে অবস্থিত। মসজিদটি নির্মাণ করা হয় ১৭০৩ খ্রিস্টাব্দে। তৎকালীন ঢাকার উপ-শাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফর্রুখশিয়রের পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মিত হয়।
১৯৭২-১৯৭৫ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদের চারপাশের আদি দেয়ালগুলো অক্ষত রেখে এটি নতুন করে নির্মাণ করা হয়। সে সময় মসজিদের নতুন মেহরাব নির্মিত হয়। মেহরাবের নকশা লালবাগ কেল্লার সুড়ঙ্গপথের একটি কারুকাজ থেকে নেওয়া হয়েছিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS